নিজস্ব প্রতিনিধি>>
রাজধানীর তিন থানার নাশকতার সাত মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু। আজ দুপুরে অসুস্থতার কারণ দেখিয়ে আইনজীবীদের মাধ্যমে পল্টন থানায় পাঁচ মামলা এবং রমনা ও শাহবাগ থানার দুটি মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক মারুফ হোসেনের আদালত পল্টন থানার এবং খুরশীদ আলম রমনা ও শাহবাগ থানার মামলায় তার জামিন আবেদন মঞ্জুর করেন। মিন্টুর পক্ষে আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও তাহেরুল ইসলাম তৌহিদ শুনানিতে অংশ নেন। শুনানিতে তার আইনজীবীরা বলেন, প্রথম শ্রেণীর ব্যবসায়ী ও রাজনীতিবিদ মিন্টু হৃদরোগে আক্রান্ত, মারাত্মক অসুস্থ। এসব মামলায় অনেকেই জামিনে রয়েছেন। তার বিরুদ্ধে কোন মামলাতেই নাশকতার সুনির্দিষ্ট অভিযোগ নেই। সে কারণে তিনি জামিন পেতে পারেন। এ সময় তারপক্ষে চিকিৎসার কাগজপত্র আদালতে জমা দেয়া হয়। জামিন আবেদনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষে বক্তব্য রাখেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার।
সম্পাদনা: আরএইচ