নিজস্ব প্রতিনিধি>>
২২ মার্চ সাংগঠনিক সফরে ফেনী আসছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। শনিবার জাতীয় পার্টির কেন্দ্রিয় সূত্র নতুন ফেনীকে এ তথ্য নিশ্চিত করে। এ খবরে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দিপনা বিরাজ করছে।
সূত্র জানায়, ২০১৫ সালের ১৩ নভেম্বর দলটির কেন্দ্রিয় যুগ্ম-মহাসচিব হাজী আলাউদ্দিন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল নেতাদের নিয়ে আ’লীগের যোগ দান করায় ফেনীতে জাতীয় পার্টির নের্তৃত্বের ছন্দপতন ঘটে। ফলে দীর্ঘদিন ঢিমেতালে চলে দলটির সাংগঠনিক কার্যক্রম। এসময় জাতীয় পার্টির চেয়ারম্যান’র প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রিন্টু আনোয়ারকে আহবায়ক ও নজরুল ইসলাম খোন্দকারকে সদস্য সচিব করে একটি আহবায়ক কমিটি ঘোষণা করেন। বিগত এক বছর ধরে তাদের কর্মকান্ডে প্রাণচঞ্চলতা ফিরে এসেছে দলটির সাংগঠনিক কার্যক্রমে। ইতিমধ্যে তারা দলকে নতুন রুপে সাজানোর কাজ করেছে এ কমিটির সদস্যরা।
দলটির একাধিক সূত্র জানায়, ২২ মার্চ সম্মেলনের মাধ্যমে হুসেইন মুহাম্মদ এরশাদ ফেনী জেলার নতুন কমিটি ঘোষণা করবেন। সম্মেলনকে সফল করতে ৪ মার্চ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কমিটিতে নবীন-প্রবীনের সমন্বয়ে একটি গতিশিল কমিটি গঠন করা হবে বলে ওই সূত্র জানায়।
এ বিষয়ে ফেনী জেলা জাতীয় পার্টির আহবায়ক ও চেয়ারম্যানের প্রচার-প্রকাশনা উপদেষ্টা রিন্টু আনোয়ার জানান, দলতে নতুন আঙ্গিতে সাজিয়ে কার্যক্রমে গতিশীলতা বাড়াতে দলীয় চেয়ারম্যান ফেনী আসবেন। এসময় নতুন কমিটি ঘোষণা দিতে পারেন।
সম্পাদনা: আরএইচ