নাজিম উদ্দিন চৌধুরী >>
দু:সময়ে ত্যাগী নেতাদের কোনঠাসা করবেন না হুসিয়ারী করেছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ফেনী জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ত্যাগী নেতাদের সুখে দু:খে দলীয় নেতাদের পাশে থাকার নির্দেশ দেন তিনি।

ওবায়দুল কাদের আরো বলেন, আওয়ামীলীগ তৃতীয়বারের মতো নির্বাচিত হবে। আওয়ামীলীগ ৩০ সিট পাবে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের জবাবে মন্ত্রী আরো বলেন, তিনি এমন তথ্য কোথায় পেলে সেটা তিনিই জানেন। অতীতে তারাই ৩০ সিট পেয়েছিলো।

জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুর রহমান বিকম’র সভাপতিত্বে সভায় আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক মহাবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুলহক শামিম, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহাম্মদ চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আক্রামুজ্জামান, অক্রাম হোসেন হুমায়ুন, খায়রুল বাশার তপন, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যন মেজবাউল হায়দার সোহেল, সোনাগাজী উপজেলা চেয়ারম্যনা জেডএম কামরুল আলম, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম, ফেনী সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি করিম উল্লাহ বিকম, ফেনী জেলা যুবলীগ সভাপতি শুসেন চন্দ্র শীল, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী প্রমূখ উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ/এনইউ
‘দু:সময়ে ত্যাগী কর্মীদের কোনঠাসা করবেন না’








