নিজস্ব প্রতিনিধি >>
মনোনয়ন নিয়ে চিন্তা না করে দলের জন্য কাজ করেন। যারা দলের জন্য কাজ করছেন তারা অবশ্যই মনোনয়ন পাবেন বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের কেন্দ্রিয় যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। শনিবার দুপুরে ফেনী জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ বথা বলেন।
মাহবুবুল আলম হানিফ আরো বলেন, বেগম খালেদা জিয়ার আমলে দেশ ব্যার্থ রাষ্ট্রে পরিণত হয়েছিল বাংলাদেশ। জনগনের সমর্থন নিয়ে ২০০৮ সালে আওয়ামীল ক্ষমতায় এসে ব্যাপক উন্নয়ন করে। তাঁর আমলে মাথাপিছু গড় আয় ছিলো ৫৩৪ মার্কিন ডলার এ সরকারের সময়ে মানুষের মাধাপিছু গড় আয় ১ হাজার ৬শ’ ২ মার্কিন ডলারে উন্নীত হয়। তিনি আরো বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।
ফেনী জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুর রহমান বিকম’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামীগ’র সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামিম, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহাম্মদ চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আক্রামুজ্জামান, আক্রাম হোসেন হুমায়ুন, খায়রুল বাশার তপন, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যন মেজবাউল হায়দার সোহেল, সোনাগাজী উপজেলা চেয়ারম্যনা জেডএম কামরুল আলম, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম, ফেনী সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি করিম উল্লাহ বিকম, ফেনী জেলা যুবলীগ সভাপতি শুসেন চন্দ্র শীল, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী প্রমূখ উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ/এসএইচটি/এনইউসি







