নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে সংগঠনের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ব্যপক প্রস্তুতি গ্রহণ করেছে ছাত্রলীগ। আগামী ৪ জানুয়ারী বৃহস্পতিবার দিবসটি আয়োজনে একাধিক প্রস্তুতি সভাসহ একাধিক কমিটি গঠন করা হয়েছে।
দলীয় একাধিক সূত্র জানায়, ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানকে সুন্দর ও সুশৃঙ্কলভাবে সম্পন্ন করতে সংগঠনের ফেনী জেলা সহ-সভাপতি জিয়া উদ্দিন বাবলুকে আহবায়ক করে ১১ সদস্যের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটি, শওকত আলম সৈকতকে আহবায়ক করে ১৫ সদস্যের শৃঙ্খলা উপকমিটি, তারিকুল ইসলাম শাকিলকে আহবায়ক করে ১৩ সদস্যের সাজ সজ্জা উপকমিটি, আলী আশরাফ রুবেল হাজারীকে আহবায়ক করে ৯ সদস্যের অভ্যর্থনা উপকমিটি ও তারিকুল ইসলামকে আহবায়ক করে ১০ সদস্যের প্রচার উপকমিটি গঠন করা হয়েছে।
সূত্র আরো জানায়, ওই দিন সকালে শহরের কলেজ রোডস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। পরে সকালে ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে নেতাকর্মী নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফেনী পৌর কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হবে।
জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ নতুন ফেনী’কে বলেন, প্রতিষ্ঠা বাষির্কী উদযাপনের নানা প্রস্তুতি ইতমধ্যে সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীতে জেলার প্রত্যেক ইউনিয়ন, উপজেলা থেকে ১৫ থেকে ২০ হাজার ছাত্রলীগ নেতাকর্মীর সমাগম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সম্পাদনা: আরএইচ/এইচআর