নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে জঙ্গী ও মানবতা বিরোধীদের বিরুদ্ধে কর্মসূচিতে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন চৌধুরী নাসিম ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। বুধবার টিভি অভিনেত্রী রোকেয়া প্রাচীর তত্বাবধানে ৬দিন ব্যাপী ‘গণস্বাক্ষর ও চলচ্চিত্র প্রদর্শনী’র তৃতীয় দিনে স্বাক্ষর করেন তাঁরা।
এসময় ফেনী ইউনির্ভাসিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: সাইফুদ্দিন শাহ, ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ প্রফেসর তায়বুল হক, মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান এ কে এম সাহিদ রেজা শিমুল, শিক্ষাবিদ ড. মির্জা আতাউর রহমান, কমন্ডার জসিম উদ্দিন (অব.) ড. তবারক উল্যাহ বায়েজিদ, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারু কবির রতন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বাশার তপন, আনন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান হারুন মজুমদার ও জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ, ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি তোয়ায়েল আহমেদ তপুসহ স্থানীয় রাজনীতিবিদ, শিক্ষাবিদসহ বিশিষ্টজনরা গণস্বাক্ষর বইতে স্বাক্ষর করেন।
একইদিন ছাগলনাইয়া পৌরসভা ও ফেনী সদর উপজেলা বালিগাঁও উচ্চ বিদ্যালয়ে একই কর্মসূচিতে অংশ নিয়ে স্বাক্ষর করেন ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল আলম গীটার, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক আবু সুফিয়ান, ছাগলনাইয়া পৌরসভার মেয়র মো: মোস্তফা, উপজেলার ছাত্র-ছাত্রী, ছাত্রলীগ, যুবলীগ, শিক্ষক শিক্ষার্থীরা।
প্রসঙ্গত: ‘মানবতা বিরোধীদের প্রতিহত করি/সন্ত্রাসমুক্ত ও জঙ্গিবাদকে না বলি/ মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে ১২ ফেব্রুয়ারি সোমবার থেকে ফেনীতে ৬ দিনব্যাপি কর্মসূচি ‘গণস্বাক্ষর কার্যক্রমের ও মুক্তিযদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী’ শুরু হয়। ‘বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় জাতীয় কমিটি’র আয়োজনে কর্মসূচিটি সার্বিক সহযোগিতা করেছেন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘স্বপ্ন সাজাই’।
সম্পাদনা: আরএইচ/বআরএস







