দীর্ঘ ১০ বছর পর ফেনী জেলা বিএনপির কমিটি গঠনে বৈঠকে বসছেন দলের শীর্ষ নেতারা। আজ শনিবার জেলার আওতাধীন সকল ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদকদের নিয়ে একটি বৈঠকের কথা রয়েছে। ইতিমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দায়িত্বপ্রাপ্ত নেতাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। অভ্যন্তরীন দ্বন্ধ আর গ্রুপিং রোধ করে আন্দোলন-সংগ্রামে ত্যাগীদের মূল্যায়ন বিবেচনায় রেখে নবীন-প্রবীণের সমন্বয়ে নতুন নেতৃৃত্ব সাজানোর চিন্তা করা হচ্ছে বলে দলের একাধিক শীর্ষ নেতা বলেন।
সংশ্লিষ্ট বিভিন্ন ও দলীয় সূত্র জানায়, একাদশ জাতীয় নির্বাচনের বিএনপির কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়। ইতিপূর্বে বেশ কয়েকবার উদ্যোগ নেয়া হলেও তা ভেস্তে যায়। ইতিমধ্যে গত ১৩ মার্চ কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসেন কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ ৮ নেতা।
এদের মধ্যে দলের কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক জালাল আহমদ মজুমদার, জেলা ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আবু তাহের, সহ-সভাপতি হাবিবুর রহমান নান্টু, সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহমেদ মিষ্টার, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মেজবাহ উদ্দিন খান, ঢাকা মহানগর দক্ষিন যুবদল সভাপতি রফিকুল আলম মজনু ওই বৈঠকে ছিলেন। বৈঠকে উপস্থিত নেতাদের সাথে লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নানা নির্দেশনা দিয়েছেন।
এর পরিপ্রেক্ষিতে গত ২০ মার্চ বুধবারও দলের কেন্দ্রীয় কার্যালয়ে আরেকটি বৈঠক হয়। ওই বৈঠকে উল্লেখিত নেতৃবৃন্দ ছাড়াও দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদীন ভিপি অংশ নেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে জেলার আওতাধীন ১১ ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদকরা থাকবেন। তবে কবে নাগাদ নতুন কমিটি ঘোষণা হবে এনিয়ে নেতাকর্মীরা নির্দিষ্ট কোন তথ্য জানাতে পারেন নি।
এদিকে নতুন কমিটি গঠন প্রক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় নেতাকর্মীরা সরব রয়েছেন। দলের আন্দোলন-সংগ্রামে ত্যাগের মূল্যায়নেরও দাবী তাদের।
সূত্র আরো জানায়, ২০১৩ সাল থেকে বেশ কয়েকবার সভা-সম্মেলন হলেও কমিটি গঠন প্রক্রিয়া আলোর মুখ দেখেনি। এবার হাই-কমান্ড থেকে আহবায়ক কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়। শীর্ষ নেতৃত্ব পেতে পদ-প্রত্যাশীরা নানাভাবে চেষ্টা-তদবীর করছেন। নতুন কমিটিতে আহবায়ক পদে বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আবু তাহের ও সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহমেদ মিষ্টার ছাড়াও সাবেক জেলা সাধারণ সম্পাদক ও চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদীন ভিপি এবং সাংগঠনিক সম্পাদক এডভোকেট মেজবাহ উদ্দিন আলোচনায় রয়েছেন। সদস্য সচিব পদে জেলা বিএনপির প্রচার সম্পাদক গাজী হাবিব উল্লাহ মানিক, সাবেক প্রচার সম্পাদক শেখ ফরিদ বাহার ও বর্তমান পৌর সভাপতি আলাল উদ্দিন আলালের নাম শোনা যাচ্ছে।
২০০৯ সালে বেগম খালেদা জিয়ার ছোট ভাই মেজর (অব:) সাঈদ এস্কান্দারকে সভাপতি ও জিয়াউদ্দিন আহমেদ মিষ্টারকে সাধারণ সম্পাদক করা হয়। সাঈদ এস্কান্দার মারা যাওয়ার পর সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আবু তাহেরকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়। দুই বছর মেয়াদের ওই কমিটি চলছে ১০ বছর।
এ প্রসঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহমেদ মিষ্টার জানান, ‘কমিটি গঠন প্রক্রিয়া সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন। ইউনিটের নেতাদের মতামত ও কেন্দ্রের নির্দেশনার আলোকে নতুন কমিটির কাজ এগিয়ে চলছে।’
সম্পাদনা: আরএইচ/এএ/ ফেনীর সময়







