১৯৪৯ সালের ২৩ ও ২৪ জুন পুরান ঢাকার কে এম দাশ লেনের রোজ গার্ডেন থেকে প্রতিষ্ঠা হওয়া আওয়ামীলীগ আজ ৭০ বছরে। বিগত দিনে ফেনী জেলা শাখার ৭টি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার অষ্টমবারের মতো সম্মেলন আয়োজন করা হয়েছে। প্রবীণ নেতাদের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, ১৯৬৭ সালে শহরের ট্রাংক রোডের তৃপ্তি বোডিংয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আবদুল মালেক উকিল। সভাপতি হন খাজা আহম্মদ আর সাধারণ সম্পাদক এমএস হুদা। স্বাধীন হওয়ার আগে শেষ সম্মেলন হয়েছিল ৬৯ সালে। শহরের দুলাল সিনেমা হলে অনুষ্ঠিত সম্মেলন খাজা আহম্মদ ও এমএস হুদা জুটি ফের নেতৃত্ব পান।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন তৎকালীন দপ্তর সম্পাদক মোহাম্মদ উল্যাহ। স্বাধীনতার পর ৭৩ সালে সুরত মহল বিল্ডিংয়ে সম্মেলনে এবিএম তালেব আলী সভাপতি ও আমিনুল করিম মজুমদার খোকা মিয়া সাধারণ সম্পাদক হন। ৭৭ সালে আবদুল মালেক সভাপতি আর জয়নাল হাজারী সাধারণ সম্পাদক হন। আবদুল মালেক মারা যাওয়ার পর এডভোকেট আবুল কাশেম ভারপ্রাপ্ত সভাপতি হন। ৯৮ সালে মাষ্টারপাড়া রামতারা শিশু পার্কে এডভোকেট আবুল কাশেম সভাপতি ও জয়নাল হাজারী তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক হন। আবুল কাশেমের মৃত্যুর পর আজিজ আহম্মদ চৌধুরী ভারপ্রাপ্ত সভাপতি ও ২০০১ সালে জয়নাল হাজারী দেশান্তরী হলে আবদুর রহমান বি.কম ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। ২০১২ সালের ডিসেম্বরে সম্মেলনে আবদুর রহমান বি.কম সভাপতি ও নিজাম উদ্দিন হাজারী সাধারণ সম্পাদক হন।
সম্পাদনা: আরএইচ/এনজেটি
ফেনী আ’লীগের যত সম্মেলন







