ফেনী সদর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি করিম উল্যাহ বিকমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকরামুজ্জামান, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান বিকম, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুুরী সোহেল, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, সোনাগাজী পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, ফেনী সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বাবু শুসেন চন্দ্র শীল ও ফেনী পৌর আওয়ামীলীগ সভাপতি আইনুল কবির শামীমসহ দলীয় ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সভায় সদর উপজেলার ১২টি ইউনিয়ন আওয়ামীলীগের নব-নির্বাচিত আওয়ামীলীগ সভাপতি-সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের হাতে কার্যকরী সভার খাতা, কলম রেজুলেশন বই তুলে দেন অতিথিবৃন্দ।
সম্পাদনা:আরএইচ/এইচআর







