ফেনী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা শ্রমিক দলের সভাপতি আবদুর রাজ্জাক আর নেই। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
বাদ মাগরিব শহরের পূর্ব মধুপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। শেষে নাজিম উদ্দিন ভূঞা বাড়ির পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

ফেনী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা শ্রমিক দলের সভাপতি ছাড়াও আবদুর রাজ্জাক একসময় বারাহিপুর ইউনিয়ন পরিষদেরও মেম্বার ছিলেন ।
এদিকে বর্ষিয়ান রাজনীতিক আবদুর রাজ্জাকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সম্পাদনা: আরএইচ/এনজটি







