ছেলের মৃত্যুর খবরে সাংসদ নিজাম হাজারীর মায়ের মৃত্যু • নতুন ফেনীনতুন ফেনী ছেলের মৃত্যুর খবরে সাংসদ নিজাম হাজারীর মায়ের মৃত্যু • নতুন ফেনী
 ফেনী |
২১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ছেলের মৃত্যুর খবরে সাংসদ নিজাম হাজারীর মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০১:২৭ অপরাহ্ণ, ২৪ মে ২০২০

বড় ছেলের মৃত্যুর খবর পেয়ে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর মা দেলাফরোজ বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন)। রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির বড় মেয়ের বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

পরিবার ও স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্য জনিত রোগে আক্রান্ত ছিলেন। তিনি রাজধানী ঢাকা ও সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি ৪ ছেলে ও তিন মেয়ের জননী।

এর আগে শনিবার রাতে বুকে ব্যাথা অনুভব করলে নিজাম উদ্দিন হাজারীর বড় ভাই জসিম উদ্দিন হাজারীকে (৫৮) ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় রোববার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। শহরের মাষ্টারপাড়ায় লমি হাজারী বাড়ীর পারিবারিক কবরস্থানে মা-ছেলের দাফন সম্পন্ন হবে।

এদিকে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শোকের ছায়া নেমে এসেছে ফেনীর রাজনৈতকি অঙ্গণে।

নিজাম উদ্দিন হাজারীর চাচাতো ভাই ও ফেনী পৌরসভার কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী জানান, লাশ ঢাকা থেকে ফেনীতে আনা হচ্ছে। পরে পরিবারের সাথে কথা বলে জানাযার সময় নির্ধারণ করা হবে।
সম্পাদনা: আরএইচ/এনজেটি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.