ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. শাহজাহান তারা মেম্বার (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নাইলাইহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শনিবার ফেনী ন্যাশনাল হার্ট ফাইন্ডেশনে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।
একই দিন বাদ এশার মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র, তিন কন্যা, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মোটবী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মোটবী ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ এলএলবি জানান, রাত ৯টায় মুন্সি মোহাম্মদ আলী জামে মসজিদের সামনে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সম্পাদনা: আরএইচ/এনজেটি







