১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ফেনী শহর ও সদর উপজেলা আওয়ামীলীগের প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের দিকে ফেনী পৌরসভার সভাকক্ষে মেয়র হাজী আলাউদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশ্রাফুল আলম গিটার, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি করিম উল্লাহ, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্রশীল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আফছার আপন, সাধারণ সম্পাদক করিম উল্লাহ আজাদ, পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঞা ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলু, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল শুক্কুর মানিক, পৌর ছাত্রলীগের সভাপতি ইয়াছিন আরাফাত রাজু ও সাধারণ সম্পাদক শাহেদ আকবর অভি প্রমূখ। সভায় সামাজিক দূরত্ব ও স্বাস্ব্যবিধি মেনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহিত হয়।
সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল জানান, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। বর্তমান করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব রক্ষা করে স্বাস্থ্যবিধি মেনে দলীয় ভাবে দিবসটি পালন করতে সভায় প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়েছে।
সম্পাদনা: এনকে/আরএইচ







