ফেনী জেলা পরিষদ নির্বাচনে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেলেন খায়রুল বশর মজুমদার তপন। ৭ নভেম্বর শনিবার রাতে আওয়ামীলীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান প্রার্থী হিসেবে খায়রুল বশর মজুমদার তপনের নাম ঘোষণা করে দলীয় মনোনয়নের চিঠি দেন। চিঠিতে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষর করেন।
আওয়ামীলীগ নেতা খায়রুল বাসার তপন ফেনী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। এরআগে ২০১৪ ও ২০১৮ সালে ফেনী-১ (ছাগলনাইয়া-ফুলগাজী-পরশুরাম) আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পান। কিন্তু ওই আসনে জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার জোটের সিদ্ধানে তিনি প্রত্যাহার করে নেন।
গত ৩ নভেম্বর ফেনী জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ নভেম্বর, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৭ নভেম্বর, আপীল দায়ের ১৮-২০ নভেম্বর, আপীল নিষ্পত্তি ২১-২২ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৩ নভেম্বর, প্রতীক বরাদ্দ ২৪ নভেম্বর ও ১০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে গত ৭ সেপ্টেম্বর ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরীর মৃত্যুতে পদটি শূন্য হয়। ২০১৬ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। এর আগে ৫ বছর জেলা পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন আজিজ আহম্মদ চৌধুরী।
সম্পাদনা: আরএইচ/ এনজেটি







