ফেনীর আলোচিত আওয়ামীলীগ নেতা আজহারুল হক আরজুর জানাজায় ব্যাপক মুসল্লির সমাগম হয়েছে। শুক্রবার বিকালে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আমতলী গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর বনশ্রী এলাকায় শশুরের বাসায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন আরজু। সেখান থেকে তাকে সারোয়ারদী হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার ভোর রাতে তিনি মারা যান।

তিনি ধর্মপুর ইউপির ৩ বারের নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি ফেনী জেলা ছাত্রলীগ ও যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে ফেনীর তৎকালীন সাংসদ জয়নাল আবেদীন হাজারী দেশান্তরিত হওয়ার পর নানা কারণে তিনি নিস্ক্রীয় হয়ে পড়েন।

শুক্রবার বিকাল ৫টায় ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আমতলী গ্রামে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বাশার তপনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের ঢল নামে। সেখানে দেখা মেলে আরজুর দীর্ঘ রাজনৈতিক জীবনের সহযোদ্ধাদের। আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি জানাজায় ফেনীর অন্যান্য রাজনৈতিক নেতাকর্মীদের উপস্থিতি ছিলো লক্ষ্যনীয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে সমাধি করা হয়েছে।







