ফেনী সদর উপজেলার কাজিরবাগ থেকে জামায়াতের ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে ইউনিয়নের শ্রীপুর থেকে তাদেরকে আটক করা হয়।
কাজিরবাগ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী বুলবুল আহমেদ সোহাগ জানান, বুধবার সকালে কয়েকজন নেতাকর্মী ওই গ্রামের রেজাউল হক মাষ্টার নামে এক জামায়াত নেতার বাড়িতে জড়ো হয়। সেখানে গোপন মিটিংকালে আওয়ামীলীগ- যুবলীগ নেতাকর্মীরা টের পেয়ে ঘেরাও করে পুলিশে খবর দেয়। জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম গিয়ে তাদের নিয়ে যায়। আটককৃতরা হলেন সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম, কাজিরবাগ ইউনিয়ন আমীর মাওলানা সাইফুল ইসলাম, জামায়াত নেতা সাহাব উদ্দিন মৃধা, দেলোয়ার হোসেন, ওমর ফারুক, জয়নাল আবদীন, এরফান উদ্দিন ও রহমত উল্লাহ।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি এনএম নুরুজ্জামান জানান, আটককৃত জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।







