দেশের আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব জয়নাল আবেদীন হাজারীর সকল অসিয়ত পূরণ করা হয়েছে বলে দাবী করেছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। তিনি মঙ্গলবার বিকালে ফেনীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জয়নাল হাজারীর জানাজার নামাজের পূর্বে সমাবেশে এ দাবী করেন। এসময় তিনি বলেন, আজকে আমি লাশকে স্বাক্ষী রেখে; এই জনতাকে স্বাক্ষী রেখে বলতে চাই হাজারী ভাই সহ যারা তার দীর্ঘ জীবনে সঙ্গী ছিলেন সবাইকে মাফ করে দিয়েছি। মহান আল্লাহ যাতে তাকে মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করেন আমি সেই প্রত্যাশাই করছি। তিনি মৃত্যুর আগে অছিয়ত করেছিলেন ওনাকে মুজিব উদ্যানে সমাহিত করার জন্য। অছিয়ত মোতাবেক তার পরিবার ও স্বজনদের সাথে কথা বলে আমরা তা সম্পূর্ণ করেছি। উনি জহিরিয়া মসজিদের ইমাম সাহেবকে দিয়ে জানাজা পড়ানোর জন্য অছিয়ত করেছিলেন; আমরা সেটাও পূর্ণ করছি। উনি জীবনকালে যেসব অছিয়ত করেছেন আমরা সবগুলোই পূরণ করেছি।
হাজারীর সব অসিয়ত পূরণ করেছি -নিজাম হাজারী এমপি







