খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবীতে ফেনীতে আন্দোলন সংগ্রামে সোচ্চার ভুমিকায় রয়েছে মহিলা দল। বুধবার সকালে ফেনীতে ১৪৪ ধারা লঙ্ঘন করে সংগঠনটির শতাধিক নেত্রী বিক্ষোভ মিছিলে অংশ নেন। এর আগে ৭ ডিসেম্বর ফেনীতে প্রশাসনিক বাধা উপেক্ষা করে মহিলা দল নেত্রী জুলেখা আক্তার ডেইজির নেতৃত্বে মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠান বাস্তবায়ন করে মহিলা দল।
ফেনী জেলা মহিলা দলের সাবেক সভাপতি জুলেখা আক্তার ডেজি জানান, বুধবার সকালে ফেনীতে প্রশাসনের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে মহিলা দলের নেতৃবৃন্দ বিক্ষোভে নেমে পড়ে। এসময় মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহানারা আক্তার, সদর উপজেলার সাধারণ সম্পাদক কামরুন নাহার মুক্তা, ১নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি খোদেজা আক্তার মায়া সাধারণ সম্পাদক রেহানা আক্তার, ফেনী জেলা ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক ইসরাত জাহান ভুঁইয়া, জেলা মহিলা দলের নেত্রী নিশাত, ইয়ামিন, নাসিমা আক্তার, শাহানা আক্তার, জোসনা আক্তার ও শাহেদ আক্তারসহ মহিলা দলের শতাধিক নেত্রী উপস্থিত ছিলেন।
এরআগে ৭ ডিসেম্বর প্রশাসনিক বিরোধিতা উড়িয়ে ফেনীতে মহিলা দলের কর্মী সমাবেশে বাস্তবায়নের পর আন্দোলন সংগ্রামে আলোচনায় স্থান পায় ফেনী জেলা মহিলা দল।







