পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়নেই আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের বিজয় হয়েছে। গতকাল বুধবার উপজেলার ১২ টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ফেনী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো, জসিম উদ্দিন জানান, বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ফেনী সদর উপজেলার ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোট গ্রহন করা হয়েছে। তন্মধ্যে ছনুয়া ইউনিয়নে করিমুল্লাহ বিকম, ধলিয়া ইউনিয়নে আনোয়ার আহমদ মুন্সি, লেমুয়া ইউনিয়নে মোশারফ উদ্দিন নাসিম, পাঁচগাছিয়া ইউনিয়নে মাহবুবুল হক লিটন, ফরহাদ নগর ইউনিয়নের মোশারফ হোসেন টিপু নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এরআগে একক প্রার্থী থাকায় শর্শদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জানে আলম ভূঁইয়া, ধর্মপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাখাওয়াত হোসেন শাকা, বালিগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার, মোটবী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হারুন অর রশিদ এলএলবি, কাজিরবাগ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কাজী বুলবুল আহমেদ সেহাগ, কালিদহ ইউনিয়নে দেলোয়ার হোসেন ডালিমকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।







