সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপিকে আহ্বায়ক করে জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির প্রথম যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেনীর কৃতি সন্তান নাজমা আক্তার।
অপর যুগ্ম আহবায়কগণ হলেন হেনা খান পন্নী ও নাজনীন সুলতানা। বর্তমান কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটি বাতিল করে জাতীয় পার্টির মহাসচিব মো: মুজিবুল হক চুন্নু এমপির সুপারিশে জাতীয় মহিলা পার্টির চার সদস্যবিশিষ্ট এই সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি। বৃহস্পতিবার জাতীয় পার্টির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, সম্মেলন প্রস্তুতি কমিটি আগামী ৭ দিনের মধ্যে সম্মেলন প্রস্তুতি কমিটির তালিকা কেন্দ্রীয় দপ্তরে জমা দেবেন এবং আগামী ৯০ দিনের মধ্যে জেলা ও মহানগর কমিটিগুলোর সম্মেলন সম্পন্ন করে কেন্দ্রীয় সম্মেলন সম্পন্ন করবেন।







