ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম কাতারের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ফেনী শহরের ইসলামপুর রোডস্থ দলীয় কার্যালয়ে তালিকাভূক্ত দলীয় সমর্থকদের হাতে এ উপহার তুলে দেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার। জেলা যুবদলের যুগ্ম আহবায়ক বেলাল হোসাইনের সভাপতিত্বে কর্মসূচীতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, সিঃ সহ- সভাপতি ফরাদ উদ্দিন চৌধুরী মিল্লাত, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী, দপ্তর সম্পাদক আল ইমরান, ফেনী পৌর যুবদলের আহবায়ক জাহিদ হোসেন বাবলুসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
কর্মসূচী পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার বলেন, জাতীয়তাবাদী ফোরাম কাতারের এমন উদ্যোগের মাধ্যমে আমাদের সমর্থকরা পরিবার নিয়ে ঈদ করার সামর্থ অর্জন করেছে। এটি একটি মহতি উদ্যোগ। এমন প্রশংসিত উদ্যোগ গ্রহনের জন্য ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম কাতার এর সভাপতি মোকারম আলী চৌধুরী, সাধারণ সম্পাদক দিদারুল আলম আরজু ও সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
ফেনীতে জাতীয়তাবাদী ফোরাম কাতারের ঈদ সামগ্রী বিতরণ
