দাগনভূঞায় যুবদল নেতা দিল মোহাম্মদকে পিটিয়ে গুরুত্বর আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধায় দাগনভূঞা উপজেলার ৩ নং পূর্ব চন্দ্রপুর ইউনিয়নে নয়নপুর মৌলোভি বাজারে এক দল দুর্বৃত্তরা যুবদল নেতা দিল মোহাম্মদ দিলুর উপরে হামলা করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দিল মোহাম্মদ সোমবার রাতে মৌলোভী বাজার থেকে বাড়ী ফিরছিলেন। রাত সাড়ে ৯টার দিকে তিনি আর্তকিত হামলার শিকার হন। গুরুতর আহত দিল মোহাম্মদকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত দিল মোহাম্মদের বড় ভাই, ফেনী জেলা যুবদলের সদস্য ফেয়ার আহমেদ আকাশ জানান, দিলু বাজার থেকে বাড়ি ফিরার পথে একা পেয়ে আওয়ামী সন্ত্রাসীরা দিলুর উপর হামলা চালায় এবং তার সাথে থাকা মোবাইল, টাকা ও মানি ব্যাগ চিনিয়ে নিয়ে যায়। এই হামলার ঘটনায় আমরা দাগনভূঁঞা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
সম্পাদনাঃ আরএইচ/এনএন