ছাগলনাইয়ায় বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপির উদ্যোগে পৌর শহরের আবু আহমেদ মার্কেট সংলগ্ন স্থানে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জালাল আহাম্মদ মজুমদার।
উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নুর আহাম্মদ মজুমদারের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র মোঃ আলমগীর বিএ, উপজেলা যুবদলের আহবায়ক কাজী জসিম উদ্দিন, যুগ্ন আহবায়ক মোমিন, উপজেলা বিএনপির সদস্য পেয়ার আহাম্মেদ মিয়াজী, শুভপুর বিএনপি নেতা আইয়ুব খান, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাদিম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদনাঃ আরএইচ/এমকেএইচ