দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের নেয়াজপুর গ্রামের ব্যবসায়ী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সোহাগের বাড়ীতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এলাকাবাসী জানায়, ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করলে রাতে ৩০-৪০ জনের একদল দুর্বৃত্ত লাঠি সোটা ও রড নিয়ে নেয়াজপুর গ্রামে সাখাওয়াত হোসেন সোহাগের বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আগুনে ঘরের সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এসময় ইট পাটকেল ছুঁড়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে বাড়ির কাঁচ গুলো তছনছ করা হয়। বাড়িতে থাকা লোকজন পালিয়ে অন্যত্র আশ্রয় নেয়।
স্থানীয় মাহমুদ নামের এক ব্যক্তি জানান, ভাঙচুর ও অগ্নিসংযোগ এর সময় দুর্বৃত্তরা বাড়ির ভেতরে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
জানতে চাইলে দাগনভূঞা থানার পুলিশ পরিদর্শক (ওসি) মুহাম্মদ আবুল হাশিম বলেন, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ ফেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদনাঃ আরএইচ