ইসলামী ছাত্র শিবিরের ফেনী শহর সভাপতি ওমর ফারুক নির্বাচিত ও শফিকুল ইসলাম সুমন সেক্রেটারি মনোনীত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) শহরের একটি মিলনায়তনে সদস্য সমাবেশে তাদের নাম ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
সমাবেশ কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ, কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সাদেক কায়েম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঞা, জেলা জামায়াতের আমির আব্দুল হান্নান, প্রচার সম্পাদক অ ন ম আব্দুর রহিম, জেলা যুব বিষয়ক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম ও জেলা শ্রমিক কল্যাণ সভাপতি ফারুক আজাদ ভূঞা প্রমুখ উপস্থিত ছিলেন।
আরএইচ/এনজেটি