খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় যুবলীগ নেতা ইফতেখারুল আলম ওরফে শাহীন আলম পাটোয়ারিকে গ্রেফতার করেছে র্যাব। রোববার (২৬ জানুয়ারি) রাতে ঢাকার সবুজবাগ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইফতেখার ছাগলনাইয়া উপজেলা যুবলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ও লিয়াকত হোসেন পাটোয়ারীর ছেলে।
র্যাব জানায়, পলাতক ইফতেখার ঢাকার সবুজবাগ থানার বাসাবো এলাকায় অবস্থান করছে এমন তথ্যে র্যাবের একটি দল অভিযান চালায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় মামলার এজাহারভূক্ত আসামি। গ্রেফতার এড়াতে নিজ এলাকা ছেড়ে ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপন করে আসছিলেন।
ফেনী র্যাবের কোম্পানি কমান্ডার সাদেকুল ইসলাম বলেন, গ্রেফতারের পর তাকে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আরএইচ/এনজটি