নিজস্ব প্রতিনিধি>>
ফেনী সদর উপজেলা যুবলীগের সম্মেলন সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সোমবার বিকাল তিনটায় ফেনী পৌর চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আ’লীগের সা.সম্পাদক নিজাম উদ্দীন হাজারী উপস্থিত থাকার কথা রয়েছে। বিশেষ অতিথি হিসাবে কেন্দ্রীয় যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আলম শাহীন, জেলা যুবলীগের আহ্বায়ক ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবীর রতন, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শুসেন চন্দ্র শীল ও নজরুল ইসলাম স্বপন মিয়াজীসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
সম্পাদনা: আরএইচ







