নিজস্ব প্রতিনিধি>>
ফেনী শহর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুফতি আবদুল হান্নানকে জেল গেটে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৩১ মে হাইকোর্টের বিচারপতি বিচারপতি নুরুজ্জামান ও বিচারপতি আবদুর রব যৌথ বেঞ্চ জামায়াত নেতা হান্নআনের জামিন মঞ্জুর করেন। উচ্চ আদালত থেকে জামিন লাভ করলেও প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে না পৌছায় তার মুক্তি আটকে থাকে। মঙ্গলবার তার জামিনের কপি কারাগারে পৌঁছলে ওই দি রাতে জামিনে মুক্তি পান তিনি। কারা ফটক থেকে বিষ্ফোরক আইনে দায়ের করা অন্য মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে বুধবার আদালতের মাধ্যমে তাকে ফের জেল হাজতে পাঠানো হয়।
ফেনী মডেল থানার পরিদর্শক মাহবুব মোরশেদ তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
এ দিকে শহর আমীর মাওলানা মুফতি আবদুল হান্নানকে জেল গেট থেকে গ্রেফতারের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আবু ইউসুফ ও শহর সেক্রেটারি আনম আবদুর রহিম। তারা অবিলম্বে জামায়াতের জেলা আমীর একেএম সামছুদ্দীন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিস্টার ও শহর জামায়াতে ইসলামীর আমীর মুফতি আবদুল হান্নানসহ ২০ দলীয় জোটের সকল কারাবন্দীদের নি:শর্ত মুক্তি দাবী করেন।
সম্পাদনা: আরএইচ
জামায়াত নেতা মুফতি হান্নান জেল গেটে গ্রেফতার







