ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল’র রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলা আ’লীগের উদ্যোগে পৌর শহরের জিরো পয়েন্ট সংলগ্ন দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার’র সভাপতিত্বে ও বিআরডিবির চেয়ারম্যান মজিবুর রহমান মুজিবের পরিচালনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, পাঠাননগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি সামছুদ্দিন আহমেদ বুলু মজুমদার, পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি এম মোস্তফা, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার, মহামায়া ইউপি চেয়ারম্যান গরিব শাহ হোসেন চৌধুরী বাদশা, শুভপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ সেলিম, উপজেলা যুবলীগের সহ সভাপতি রহমত উল্যাহ ভূঁঞা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, কাউন্সিলর কামাল উদ্দিন পাটোয়ারী খোকন, কাউন্সিলর জাহাঙ্গীর আলম ভূঁইয়া, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই ভূঁইয়া, সরকারি কলেজ ছাত্রলীগের সহ সভাপতি হানিফসহ আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা আতাউল্যাহ সিফাত। এদিকে জুমার নামাজের পর উপজেলার শিলুয়া চৌধুরী বাড়ির জামে মসজিদে সোহেল চৌধুরীর জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান’র বড়ভাই কাস্টমস কর্মকর্তা রেজ্জাকুল হায়দার চৌধুরী আলমগীর, মেঝো ভাই পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েলসহ এলাকার সকল স্তরের ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ। এছাড়াও একইদিন উপজেলার বিভিন্ন মসজিদে উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল’র রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করা হয়।
সম্পাদনা:আরএইচ/এমকেএইচ