খুঁজে খুঁজে অসহায়দের খাবার দিচ্ছেন ফেনীর পৌর মেয়র • নতুন ফেনীনতুন ফেনী খুঁজে খুঁজে অসহায়দের খাবার দিচ্ছেন ফেনীর পৌর মেয়র • নতুন ফেনী
 ফেনী |
১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খুঁজে খুঁজে অসহায়দের খাবার দিচ্ছেন ফেনীর পৌর মেয়র

শহর প্রতিনিধিশহর প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩৪ অপরাহ্ণ, ১০ জুলাই ২০২১

করোনায় ক্ষতিগ্রস্ত অটোরিকশা ও ভ্যান গাড়িচালক এবং শহরের নিম্ন আয়ের এক হাজার ব্যক্তিতে খাদ্য সহায়তা দেয়ার উদ্যোগ নিয়েছে ফেনী পৌরসভা।

শনিবার (১০ জুলাই) পৌরসভা প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।উদ্বোধন শেষে শহরের ট্রাংক রোড ঘুরে ঘুরে নিম্ন আয়ের মানুষকে খুঁজে খুঁজে খাদ্য সহায়তা দেন তিনি।

শনিবার সহযোগিতা পেয়েছেন ৪শ’ পরিবহন শ্রমিক ও মুচি। পর্যায়ক্রমে এক হাজার অসহায় মানুষকে সহায়তা করা হবে বলে জানান স্বপন মিয়াজী।

সহায়তা পেয়ে আবদুর রশিদ নামে এক টমটমচালক বলেন, ‘অনেকদিন ধরে রোজগার বন্ধ রয়েছে। অন্যান্য গাড়ি চললেও নিষেধাজ্ঞার কারণে আমরা তো চালাতে পারি না। এই কয়দিন বাসায় বাজার নেই। পরিবার না খেয়ে আছে। ত্রাণ সহযোগিতা পেয়ে আমি অনেক খুশি। কয়েকদিন পরিবার নিয়ে খেতে পারব।’

পৌর মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর পরামর্শে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

তিনি জানান, সরকার ব্যাটারিচালিত সকল পরিবহন বন্ধ করে দিয়েছে। এছাড়া সরকারের কঠোর বিধিনিষেধের কারণে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। তাদের সহায়তার লক্ষ্যে ফেনী পৌরসভার পক্ষ থেকে প্রতিজনকে ১৫ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি বুটের ডাল, ১ কেজি লবণ, ১ কেজি তেল, ১ কেজি সেমাই ও ১ কেজি লাচ্ছা সেমাই দেয়া হচ্ছে।

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.