ফেনীতে স্ব-শরীরে উপস্থিত থেকে দলবল নিয়ে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর বাড়িঘরে হামলার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে। শুক্রবার রাতে ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের মধ্যম ছনুয়া গ্রামের এঘটনা ঘটেছে। হামলাকারী নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী করিমুল্লাহ (রেঞ্চু করিম) ছনুয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। এরআগে ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়নের মনোনয়নপত্র জমা দানের শেষদিন বৃহস্পতিবার বিকালে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এক সাংবাদিককে লাঞ্চিত করে আলোচিত-সমালোচিত হন এ চেয়ারম্যান।

সংশ্লিষ্টরা জানায়, মধ্যম ছনুয়া গ্রামে শনিবার রাত ৭ টার দিকে চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা সাইফুল ইসলাম আবু পাটোয়ারীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। হামলায় স্ব-শরীরে দলবল নিয়ে উপস্থিত ছিলেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি করিমুল্লাহ। এসময় হামলাকারীরা চেয়ারম্যান প্রার্থী আবু’র ঘরের দরজা জানালা ভেঙ্গে তছনছ করে। গুলি বর্ষণ করে। এসময় ঘরে থাকা নারী ও শিশুরা এসময় দিগবিদিক ছুটোছুটি করতে থাকে। তবে কোন ব্যক্তি এ ঘটনায় হতাহত হননি।
অভিযোগকারী ও চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম আবু জানান, কোন উসকানী ছাড়াই বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রার্থী করিম আমার বাড়ি ঘরে হামলা করেছে। একজন জনপ্রতিনিধি কিভাবে প্রকাশ্যে দলবল নিয়ে প্রতিদ্ব›িদ্ব প্রার্থীর বাড়িতে হামলা করে? তিনি এর বিচার চান। এছাড়াও বৃহস্পতিবার তাকে মনোনয়নপত্র জমা দিতে নানা ভাবে করিমের লোকজন বাধা দিয়েছে বলেও অভিযোগ করেন আওয়ামীলীগের বিদ্রোহী এ চেয়ারম্যান প্রার্থী।
এদিকে ছনুয়া ইউপির বর্তমান চেয়ারম্যান ও অভিযুক্ত নৌকার প্রার্থী করিমুল্লাহ জানান, তিনি প্রতিদ্ব›িদ্ব প্রার্থীর বাড়িতে হামলা করেন নি। বরং হামলার ঘটনা শুনে তিনি বিক্ষুব্দ জনতাকে শান্ত করতে ঘটনাস্থলে উপস্থিত হন। ফেসবুক লাইভে এসে যুবলীগ নেতা আবু তার বিরুদ্ধে বিভিন্ন কুৎসা প্রচার করায় স্থানীয় ভোটাররা ক্ষুব্দ হয়ে হামলা করেছে বলে দাবী করেন অভিযুক্ত করিমুল্লাহ।
ফেনী মডেল থানার ওসি মো. নাজিম উদ্দিন হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে নতুন ফেনীকে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য: আগামী ৫ জানুয়ারী পঞ্চম ধাপে ফেনী সদর উপজেলার ১২টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিতে ফেনী সদর উপজেলার ছনুয়ায় ইউপিতে নৌকা মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান করিমুল্লাহসহ ৪ জন মনোনয়নপত্র জমা দেন।







