ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার আহম্মদ মুন্সির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় দৌলতপুর ডাইল ব্যাপারীর দোকান এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খোকনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষক লীগের সভাপতি মজিবুর রহমান ভুলু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি যোবায়ের শাহা রিমন, সহ সভাপতি মো. হাসান সবুজ, সানা উল্লাহ নুরী, আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক একরামুল হক বাবুল।
ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মিশুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য মোহাম্মদ মোস্তফা, নুরুল হুদা, শাহ জাহান সিরাজ সুমন, কপিল উদ্দিন মাহমুদ, জয়নাল আবেদীন, আবুল বশর সবুজ, রূপালী রাণী দাস, মেম্বার প্রার্থী নুর উদ্দিন টিপু, মো. মোর্শেদ, আওয়ামী লীগ নেতা জালাল আহমদ, মো. সেলিম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মীর হোসেন হৃদয়।
সভায় চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আনোয়ার আহম্মদ মুন্সি বলেন, দীর্ঘদিন আমি চেয়ারম্যান হিসেবে আপনাদের পাশে ছিলাম। আপনারা আমাকে কাছে-দূরে থেকে দেখেছেন। আমি চেস্টা করেছি সবার মাঝে আইনের শাসনের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে৷ আগামী নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে পূনরায় চেয়ারম্যান নির্বাচিত করে এলাকার অসম্পূর্ণ উন্নয়ন সমাপ্তির সুযোগ করে দেবেন।







