ছাগলনাইয়ায় বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুল জলিলের একমাত্র প্রতিবন্ধী ছেলে মজিবুল হক’র পাশে দাঁড়ালেন পোর্টল্যান্ড গ্রুপ।
শুক্রবার সকালে ছাগলনাইয়া মহিলা কলেজের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ফেনী জেলা আ’লীগের নির্বাহী সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার।
কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন’র সভাপতিত্বে এবং কলেজের বাংলা প্রভাষক আবুল কালামের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম সরকার, গন পাঠাগারের সাধারণ সম্পাদক মাস্টার আবুল কালামসহ কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
শেষে ছাগলনাইয়া গন-পাঠাগার, বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুল জলিলের একমাত্র প্রতিবন্ধী ছেলে প্রতিবন্ধী মজিবুল হকের ব্যাবসায় পুঁজি ও অসহায় গরীব মেয়েদের বিয়ের জন্য তিন লক্ষ টাকার অনুদান প্রদান করেন পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার।
সম্পাদনাঃ আরএইচ/এমকেএইচ