ছাগলনাইয়ায় ২০ হাজার অসহায় হতদরিদ্র মানুষের মাঝে সুলতান আহাম্মেদ ফাউন্ডেশন’র উদ্যোগে খাদ্যপণ্য ও বস্ত্রসামগ্রী বিতরণ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৭ মার্চ) দুপুরে পৌর শহরের ডায়বেটিক হাসপাতালে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যপণ্য ও বস্ত্রসামগ্রী বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
সুলতান আহমদ ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা, পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও জেলা আ’লীগের কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
মহামায়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন’র পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি এম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, পোর্টল্যান্ড গ্রুপের পরিচালক (এডমিন) এম রবিউল হোসেন মজুমদার বাবু, রাধানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, ঘোপাল ইউপি চেয়ারম্যান মোঃ সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদনাঃ আরএইচ