পবিত্র মাহে রমজান উপলক্ষে ছাগলনাইয়ায় পাঁচ শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
শনিবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার পাঠাননগর ইউনিয়নের নিজ বাড়িতে ৫ শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, পাঠাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল এবং কাস্টমস কর্মকর্তা রেজ্জাকুল হায়দার চৌধুরী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রহমত উল্যাহ ভূঁইয়াসহ আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বলেন, প্রতি বছরের মতো এবারও আমরা পারিবারিকভাবে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দিচ্ছি। আজ আমার নিজ এলাকার ৫ শতাধিক পরিবারকে ঈদ উপহার সামগ্রী তুলে দিয়েছি। পর্যায়ক্রমে পুরো উপজেলায় আরো ৮ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দিবো ইনশাআল্লাহ।
সম্পাদনাঃ আরএইচ