আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে ফজরের নামাজের পর থেকেই ভোট কেন্দ্র পাহারা দিতে আহবান করেছেন সোনাগাজী উপজেলার নবাবপুর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জহিরুল আলম।
এরআগে বিএনপি পন্থী এ চেয়ারম্যান প্রার্থী নবাবপুর ইউপিতে দায়িত্ব পালন করে জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান পদক লাভ করেছেন। এবারও তিনি আনারস প্রতীকে চেয়ারম্যান প্রার্থী হয়ে এলাকায় ব্যাপক গণসংযোগ করে যাচ্ছেন। রবিবার বিকালে তিনি ইউনিয়নের মধ্যম সুলতানপুর ও সফরাবাদ গ্রামের বিভিন্ন স্থানে বাড়ী বাড়ী গিয়ে ভোট প্রার্থনা করেন।

পরে সফরাবাদ দোকানের সামনে সাগরিবের নামাজ শেষে তিনি পথ সভায় বক্তব্য রাখেন। এসময় তিনি সমবেত ভোটারদের বলেন, বিগত সময়ে তিনি এলাকায় মানুষের জন্য কাজ করেছেন। এবার তাকে ভোট না দিতে প্রতিদ্বন্দ্বিরা নানা ফন্দি আঁটছেন। ইউপিতে ভোট ডাকাতির আয়োজন হচ্ছে। ভোট ডাকাতি ঠেকাতে ভোটের দিন ফজরের নামাজ পড়েই ভোট কেন্দ্রে চলে আসার আহবান জানিয়ে তিনি জানান, ভোট আপনাদের আমানত। এ আমানত নিয়ে কোন শক্তিকে ছিনিমিনি খেলতে দেবেন না। কেন্দ্রের আশপাশে যাতে বহিরাগতরা না আসতে পারে সে জন্য কেন্দ্রে পাহারা বসাবেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চতুর্থ দপার ইউপি নির্বাচনে সোনাগাজীর নবাবপুরে ৬ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।







