নাশকতার ১৪ মামলায় স্থায়ী জামিন পেলেন আব্দুস সালাম • নতুন ফেনীনতুন ফেনী নাশকতার ১৪ মামলায় স্থায়ী জামিন পেলেন আব্দুস সালাম • নতুন ফেনী
 ফেনী |
১৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

নাশকতার ১৪ মামলায় স্থায়ী জামিন পেলেন আব্দুস সালাম

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:০৬ পূর্বাহ্ণ, ১৭ মে ২০২৪

নাশকতার ১৪ মামলায় স্থায়ী জামিন পেলেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

বৃহস্পতিবার (১৬ মে) মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিন আবেদন করেন তিনি। এসব মামলার শুনানি শেষে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আল-সামছ জগলুল হোসেন তার সব মামলায় জামিন মঞ্জুর করেন। সালামের আইনজীবী এড. তৌহিদুল ইসলাম তাহের সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৯ এপ্রিল, ২০২৪ নাশকতার এসব মামলায় আবদুস সালাম উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পান।

আব্দুস সালাম বলেন, বিভিন্ন থানার নাশকতার এসব মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন তিনি। জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে নাশকতার এই ১৪ মামলায় অস্থায়ী (অন্তর্বর্তীকালীন) জামিনের আবেদন মঞ্জুর করেন।

নাশকতার ১৪ টি মামলার মধ্যে পল্টন, রমনা, মতিঝিল, নিউমার্কেট, মোহাম্মদপুর ও ধানমন্ডি থানার মামলায় আবদুস সালামের জামিন হয়।

উল্লেখ্য, গত বছরের ২৮ অক্টোবরকে কেন্দ্র করে বিএনপি নেতাদের ধারাবাহিক মামলার অংশ হিসেবে বিএনপি নেতা আব্দুস সালামের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়।

সম্পাদনাঃ আরএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.