বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সোনাগাজীতে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে সরকারী কলেজ জামে মসজিদে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টুর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল মঞ্জুর সবুজ, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোল্লা মাসুদ, পৌর ছাত্রদলের আহবায়ক নজরুল ইসলাম রিংকু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ জাবেদ, সাদ্দাম হোসেন, উপজেলা বিএনপির আলমগীর হোসেন, শহিদ উল্যাহ, হিরণ, ছাত্রদল নেতা বেলাল হোসেন রাহাদ সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
দোয়া পরিচালনা করেন, সোনাগাজী সরকারী কলেজ জামে মসজিদের ইমাম দেলোয়ার আল মামুন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু বলেন, স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আমরা মিলাদ ও দোয়া মাহফিলের আয়েজন করি।
সম্পাদনাঃ আরএইচ/এএইচ