'শহীদদের রক্তের সাথে বেঈমানী করা যাবে না' -রফিকুল আলম মজনু • নতুন ফেনীনতুন ফেনী 'শহীদদের রক্তের সাথে বেঈমানী করা যাবে না' -রফিকুল আলম মজনু • নতুন ফেনী
 ফেনী |
২১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

‘শহীদদের রক্তের সাথে বেঈমানী করা যাবে না’ -রফিকুল আলম মজনু

মো. কামরুল হাসান, নিজস্ব প্রতিনিধিমো. কামরুল হাসান, নিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:২২ অপরাহ্ণ, ১০ আগস্ট ২০২৪

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক ও ফেনী-১ আসনের বিএনপির সাংগঠনিক সমন্বয়ক মুন্সী রফিকুল আলম মজনু বলেছেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। ছাত্রজনতার জীবনের বিনিময়ে স্বৈরশাসকের পতন ঘটেছে। শহীদের রক্তের সাথে বেঈমানী করা যাবে না। যে গণতন্ত্র পুনরুদ্ধার করা হয়েছে তাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।

শনিবার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর বাংলামটরে আতঙ্কিত নাগরিকদের স্বস্তি ফিরিয়ে আনতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিভিন্ন ব্যবসায়ী এবং জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

মজনু আরো বলেন, দেশের জনগণ যাতে গণতন্ত্রের সুফল ভোগ করতে পারে সে চেষ্টা আমাদের করতে হবে। সুযোগসন্ধানীরা অনেক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। আমরা সকলের উদ্দেশ্যে বলতে চাই, আপনার অতীতে যেভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন সেভাবে এখনো পরিচালনা করুন। যদি বিএনপির কোনো নেতাকর্মীও হামলা চালাতে আসে তাদেরকে প্রতিহত করুন। তারেক রহমানের নির্দেশ পুরোদেশকে দখলমুক্ত করতে হবে।

তিনি বলেন, সবাইকে এ সরকারকে সহযোগিতা করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে। সকলে মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। যে গণতন্ত্রের জন্য শহীদ জিয়া নিহত হয়েছেন, খালেদা জিয়া বন্দী হয়েছেন, তারেক রহমান দেশান্তরী হয়েছেন সে গণতন্ত্রকে নসাৎ করা যাবে না। ব্যবসায়ীদের অনুরোধ করবো চাঁদাবাজদের প্রতিহত করুন। তবে, আইন নিজের হাতে তুলে নিবেন না। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন।

এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের সমন্বয়ক শেখ রবিউল আলম রবি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।

সম্পাদনাঃ আরএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.