সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য, ভাংচুর, প্রশাসনের উপর হামলা ও সংখ্যালুঘুদের উপর নির্যাতন বন্ধে বিক্ষোভ মিছিল করেছে ফুলগাজী উপজেলা স্বেচ্ছাসেবকদল।
সোমবার (১২ আগস্ট) বিকালে সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ পিনু ও সবুজের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে উপজেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। এসময় বক্তব্য করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুল ইসলাম রুসুল।
এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ফুলগাজী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মনির আহম্মদ, সাধারন সম্পাদক ইয়াছিন মাহমুদ মজুমদার, সাংগঠনিক সম্পাদক মোঃ জহির, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোশারফ হোসেন বিটু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক নুরুল হুদা শাহিন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ইব্রাহীম হোসেন, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ইমাম উদ্দিন মজুমদারসহ প্রমুখ।
সম্পাদনাঃ আরএইচ