ছাগলনাইয়ার পাঠাননগরে ত্রানসামগ্রী নিয়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকা মহানগর দক্ষিন বিএনপির আহবায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক মুন্সী রফিকুল আলম মজনু।
বুধবার সকালে উপজেলার পাঠাননগর ইউনিয়নের কাছারি বাজার এলাকার বন্যাদুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করে বন্যার্তদের হাতে ত্রাণসামগ্রী নিজ হাতে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, ছাগলনাইয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র মোঃ আলমগীর বিএ, পাঠাননগর ইউনিয়ন বিএনপির আহবায়ক সরোয়ার হোসেন, উপজেলা শ্রমিকদলের সভাপতি মুন্সী শহিদ উল্যাহ, সাধারণ সম্পাদক আব্দুল মতিন পাটোয়ারী, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল মোমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
রফিকুল আলম মজনু উপস্থিত বন্যার্তদের আশ্বস্ত করে বলেন, ফেনী-১ আসন তথা ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলার বন্যার্ত মানুষের মাঝে শিশুদের খাদ্য, জরুরী ওষুধপত্র এবং অন্যান্য ত্রান সামগ্রী এক লক্ষ প্যাকেট দ্রুত সবার হাতে পৌঁছে দেওয়া হবে।
সম্পাদনাঃ আরএইচ