ফেনীতে বন্যার্তদের মাঝে বিএনপি সাইবার উইং’র খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) সকালে শহরের বিসিক এলাকা থেকে কার্যক্রমটি শুরু করে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাবার ও পানি বিশুদ্ধিকরণ লিকুইড বিতরণে প্রধান অতিথি ছিলেন, বিএনপি সাইবার উইং কেন্দ্রীয় সংসদ’র সাংগঠনিক সম্পাদক আয়শা সিদ্দিকা স্বপ্না।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবুল কালামের সভাপতিত্বে খাবার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ইসরাফিল মাসুদ, সহ-সভাপতি ফরিদ আহমেদ নজরুল ইসলাম রাহিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জানা যায়, খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মনিহার আক্তারের সহযোগিতায় ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রায় ৬’শ পরিবারের হাতে খাবার ও পানি বিশুদ্ধিকরণ লিকুইড বিতরণ করা হয়।
সম্পাদনাঃ আরএইচ