ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের ৪নং ওয়ার্ডে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, কাজীর ইউনিয়ন বিএনপির আহবায়ক নূর নবী, জেলা যুবদলের সহ-গ্রাম বিষয়ক সম্পাদক আব্দুর রহিম সাজু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফ উদ্দিন চৌধুরী বাবু, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জিকু, ফেনী সদর উপজেলা তাঁতী দলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, কাজীরবাগ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকসহ ইউনিয়নের বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতৃবৃন্দ।
জানা যায়, বন্যাদূর্গত মানুষের মাঝে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনের উদ্যোগে ৫০ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এর আগেও তিনি পুর্নবাসন করার জন্য ঢেউটিন বিতরণ করেছে।
সম্পাদনাঃ আরএইচ