ফেনীর সোনাগাজী উপজেলার কুঠিরহাট দারুল উলুম মাদ্রাসায় এক ছাত্রকে পিটিয়ে আহত করার ঘটনায় শিক্ষক ইসমাইল প্রকাশ নোয়াখালী হুজুরকে ধাওয়া করেছে এলাকাবাসী। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে পড়ায় অমনোযোগী হওয়ায় মাদ্রাসার শিক্ষার্থী আসাদুল্লাহ (১২) কে বেত্রাঘাত করেন শিক্ষক ইসমাইল। খবর পেয়ে রাতেই ওই শিক্ষার্থীর মামা সুমন ও স্থানীয় ইউপি সদস্য ওমর ফারুক মাদ্রাসায় এসে শিক্ষার্থীকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।
শনিবার রাতে শিক্ষক ইসমাঈল হোসেনকে বাজারে দেখতে পেয়ে ধাওয়া শুরু করে এলাকাবাসী ও কয়েকজন অভিভাবক। এক পর্যায়ে অত্মরক্ষার্থে ওই শিক্ষক একটি দোকানে আশ্রয় নেয়। পরে সোনাগাজী থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে অভিযুক্ত শিক্ষক পালিয়ে যায়।
নাম প্রকাশ না করার শর্তে এক অভিভাবক জানান, এর আগেও ইসমাঈল হুজুরের আঘাত সহ্যকরতে না পেরে অনেক ছাত্র মাদ্রাসা ছেড়ে পালিয়েছে। পাঠে ভীতি তৈরী হওয়ায় অনেক শিক্ষার্থীকে পরে আর পড়ালেখায় মনোযোগী করা যায়নি।
স্থানীয় মজলিশপুর ইউপি চেয়ারম্যান এম এ হাসেম জানান, এর আগেও ইসমাঈলের বেত্রাঘাতের বিষয়ে কয়েকবার সালিশ হয়েছে। এ বিষয়ে মাদ্রাসা পরিচালনা কমিটির সাথে কথা বলে প্রয়োনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জুবায়ের হোসেন এর সাথে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। আগামীকাল রবিবার জরুরী মিটিং ডাকা হয়েছে।







