“মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন” এই শ্লোগানকে ধারণ করে ইসলামী ব্যাংক ফেনী কলেজ রোড শাখার উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২০” এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকালে শাখা কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ব্যাংকের এ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও কলেজ রোড শাখা প্রধান মনছুরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও নোয়াখালী জোন প্রধান জনাব মাহমুদুর রহমান সিডিসিএস। শাখার প্রজেক্ট অফিসার সাইদুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ফেনী শাখা প্রধান জনাব মুহাম্মাদ নুরুল করিম । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখার ম্যানেজার অপারেশন্স জনাব মাইন উদ্দিন।
সভায় প্রধান অতিথি বলেন, গাছ হলো মানুষের প্রকৃত ও অকৃত্রিম বন্ধু। আমাদেরকে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। দেশকে সবুজায়নের মাধ্যমে প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষা করতে পারি । তিনি প্রত্যেককে অন্তত ১০টি করে গাছের চারা লাগাতে অনুরোধ করেন।
ব্যাংকের এ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও কলেজ রোড শাখা প্রধান মনছুরুল আলম জানান, প্রতিবছরের ন্যায় এ বছরও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কলেজ রোড শাখা ২২৫০টি আম্রোপালি গাছের চারা বিতরণ করা হয়েছে।
সম্পাদনা: এনকে/আরএইচ







