ফেনীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ফেনী পৌরসভার নব নির্বাচিত মেয়র ও ফেনী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজি। সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে পৌরসভা মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সভায় মেয়র স্বপন মিয়াজি বলেন, ফেনী পৌরসভার কোন টাকা আমার পকেটে ঢুকবেনা। আমি সব টাকা নাগরিকদের কল্যাণে ব্যায় করতে চাই।
এসময় তিনি পৌরসভার কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আমি সৎ থাকবো, আপনারাও সৎ হয়ে যান। আমি এ পৌরসভার প্যানেল মেয়র ছিলাম। আপনারা আমাকে ছিনেন। আমিও আপনাদেরকে ছিনি। কোন দূর্নীতির কারনে নাগরিকের সমস্যা হলে কাউকে ছাড় দেয়া হবেনা।
মতবিনিময় সভায় তিনি গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জানান, পূর্বের সব সময় আমি সাংবাদিকদের সহযোগিতা পেয়েছি। আগামীতেও এ সহযোগিতা চাই। আমার বা কোন কর্মকর্তার অনিয়ম বা ভুল চোখে পড়লে আমাকে জানাবেন। আমি অবশ্যই কৃতজ্ঞ থাকবো।
আমি সকলের সহযোগিতায় একটি মডেল পৌরসভা করতে চাই।
মতবিনিময় সভায় মেয়র হতাশা ব্যাক্ত করে জানান, আমি প্রায় ৫০ কোটি টাকার ঋণ কাঁদে নিয়ে দায়িত্ব পেয়েছি। আমার প্রতি এখানকার বাসিন্দারা অনেক বেশি প্রত্যাশা করেন। সাধ এবং সাধ্যের মধ্যে সমন্বয় করে আমি কাজ করতে চাই।







