ফেনী জেলা পরিষদের পক্ষ থেকে তিন শতাধিক অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা করা হয়েছে। শনিবার (৩ জুলাই) সকালে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের এলাহী গঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী আবু দাউদ মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার তপন।
এসয়ম স্থানীয় জেলা পরিষদ সদস্য মাহবুবুল হক লিটন ও শফিকুল হোসেন মহিম, পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক উপস্থিত ছিলেন।
রফিকুন্নবী রানার পরিচালনায় অনুষ্ঠানে পাঁচগাছিয়া, ধর্মপুর ও শর্শদী ইউনিয়নের তিন শতাধিক দরিদ্র লোকজনের মাঝে চাল, ডাল, তেল, চিনি, লবণ, সাবানসহ সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।
ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন জানান, করোনাকালে মানুষের মাঝে দারিদ্রতা বাড়ছে। এছাড়াও মানুষ ঘর থেকে বের হতে না পেরে আয়রোজগার বন্ধ হয়ে খাদ্য সংকটে ভোগছে। এমতাবস্থায় জেলা পরিষদের পক্ষ থেকে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
ফেনী জেলা পরিষদের খাদ্য সহায়তা পেলো ৩ শতাধিক ব্যক্তি







