নতুন ফেনী ডেস্ক>>
আগামী ১১ মে বৃহস্পতিবার যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সারাদেশে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। মঙ্গলবার বিকালে ইসলামিক ফাউন্ডেশেনের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন ১১ মে বৃহস্পতিবার মাগরিব নামাজের পর থেকে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে রাত ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এরমধ্যে রয়েছে কুরআন তিলাওয়াত, হামদ-না’ত, ওয়াজ মাহফিল, মিলাদ, কিয়াম ও বিশেষ মুনাজাত। মুনাজাত পরিচালনা করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।
এ ছাড়াও ফেনীসহ দেশের সব ক’টি মসজিদে কুরআন তিলাওয়াত, হামদ-না’ত, ওয়াজ মাহফিল, মিলাদ, কিয়াম ও বিশেষ মুনাজাতে মধ্যদিয়ে দিবসটি পালিত হবে।
সম্পাদনা: আরএইচ







