বালিগাঁওতে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক আলোচনা সভা • নতুন ফেনীনতুন ফেনী বালিগাঁওতে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক আলোচনা সভা • নতুন ফেনী
 ফেনী |
২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বালিগাঁওতে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক আলোচনা সভা

সদর প্রতিনিধিসদর প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৫৩ অপরাহ্ণ, ৩০ মার্চ ২০২২

ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেছেন, প্রাচীন যুগ থেকেই গুজবের প্রচলন হয়ে আসছে। আমাদের নবী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে হযরত আয়েশা (রা:) এর বিরুদ্ধে গুজব ছড়ানোর পর পবিত্র কুরআন শরীফের আয়াত নাজিল হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নস্ট করতে এখনো গুজব ছড়ানোর চেস্টা হয়ে আসছে। সুতরাং আমাদেরকে সাম্প্রদায়িকতা ও গুজব সম্পর্কে আরো বেশি সচেতন হতে হবে৷ সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে সদা সোচ্ছার ও সতর্ক থাকতে হবে।

গতকাল বুধবার বিকালে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং গুজব প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা তথ্য কর্মকর্তা রেজাউল রাব্বি মনিরের সভাপতিত্বে স্থানীয় বালিগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. ইউসুফ আলী, জেলা শিক্ষা অফিসার কাজী সলিম উল্লাহ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার।

সভায় ইউনিয়নের সকল মসজিদের খতিব ও ইমাম, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.