ছাগলনাইয়ায় তাহফিজুল কোরআন মডেল হিফজখানা মাদ্রাসায় ছাত্রদের সবক প্রদান করা হয়েছে।
বুধবার সকালে পৌর শহরের পশ্চিম ছাগলনাইয়া আলমগীর বিএ সড়ক সংলগ্ন তাহফিজুল কোরআন মডেল হিফজখানা মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত সবক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হোসাইন আহাম্মদ ভূঁঞা।
ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ লোকমান হোসাইন’র সভাপতিত্বে শিক্ষার্থীদের সবক প্রদান করেন, ফেনী জেলা হাফেজ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা জাকির হোসাইন মজুমদার।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোঃ ইমাম হোসেন’র পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, ইসলামিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মোঃ ইসমাইল হোসেন, পশ্চিম ছাগলনাইয়া বায়তুস সালাম জামে মসজিদের খতিব ও ফুলগাজী বশিকপুর বকশিসাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ এরফানুল হক, ম্যাক্স এলিভেটর এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড’র কো-অর্ডিনেটর মোঃ মজিবুর রহমান বিপ্লব, হাফেজ আব্দুল কাদের, বায়তুস সালাম জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন হাফেজ সাইফুল ইসলাম, বর্তমান মুয়াজ্জিন হাফেজ আব্দুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদনাঃ আরএইচ/এমকেএইচ